kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

কর্ণফুলীতে নোঙর করা জাহাজে আগুন, নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৮ ১০:৫৭ | পড়া যাবে ১ মিনিটেকর্ণফুলীতে নোঙর করা জাহাজে আগুন, নিহত ১

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি জাহাজে দুর্ঘটনাবসত আগুনে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই জাহাজের লস্কর ছিলেন বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় জাহাজের আরো দুই কর্মচারী অগ্নিদগ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পতেঙ্গা থানার বিজয়নগর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (৩০) ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ভাঙাবাজার ইউনিয়নের উত্তর আন্দারমানিকের আবুল খায়েরের ছেলে। আহতরা হলেন-মো. নাহিদ (১৮) ও মো. মিজান (২৫)। তারা দু’জন জাহাজ শ্রমিক।

এ ব্যাপারে চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহিদুর রহমান জানান, নদীতে নোঙর করা ‘এমভি এপিএস-১’নামের একটি জাহাজে দুর্ঘটনাবসত আগুন লাগে। এ সময় আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে জাহাজটির লস্কর সাইফুল মারা যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া জানান, জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত নাহিদ ও মিজানকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা