kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

চট্টগ্রামে কাস্টমস কর্মচারীর লাশ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৮ ১৩:৪২ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে কাস্টমস কর্মচারীর লাশ উদ্ধার

ফাইল ফটো

চট্টগ্রামের পতেঙ্গা থানার বেড়িবাঁধ থেকে রিপেন সিংহ ধ্রুব (৩০) নামে এক কাস্টমস কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে বেড়িবাঁধের চরপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। আজ শনিবার সকালে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। মৃতদেহে আঘাতের চিহ্ন না থাকলেও উদ্ধারের সময় সামান্য আঘাত লেগেছে বলে জানা গেছে।

এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া গণমাধ্যমকে বলেন, গতকাল বিকালে একজনের দেহ বেড়িবাঁধে উপুড় হয়ে পড়ে আছে জানতে পেরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শুক্রবার রাতেই লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহত রিপেন চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। চট্টগ্রামের কোতোয়ালি থানার আসকার দিঘীর পশ্চিম পাড় এলাকার ক্ষুদিরাম সিংহের ছেলে তিনি।

মন্তব্যসাতদিনের সেরা