kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান একজন আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার    

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০৩:২৮ | পড়া যাবে ১ মিনিটেমহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান একজন আটক

কক্সবাজারের মহেশখালী দ্বীপের দুর্গম পাহাড়ি এলাকায় একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল রবিবার পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১১টি বন্দুক ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করেছে। সেই সঙ্গে আটক করেছে অস্ত্র তৈরির এক কারিগরকেও। 
 
বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী নামক এক দুর্গম পাহাড়ে এ অভিযান চালানো হয়। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, দীর্ঘদিন ধরে ওই দুর্গম পাহাড়ে একদল সন্ত্রাসী ভ্রাম্যমাণ অস্ত্র কারখানা স্থাপন করে অস্ত্র তৈরি করে আসছিল। এ খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ওই পাহাড়ে অভিযান চালানো হয়। ওসি জানান, আটক মোহাম্মদ ইসহাক (৩৫) বড় মহেশখালীর পাহাড়তলীর স্থানীয় বাসিন্দা। 
 
ওসি আরো জানান, অভিযানের সময় অস্ত্র কারখানা থেকে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইসহাককে বন্দুকসহ আটক করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা