kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

চসিক মেয়রের সঙ্গে বিদায়ী থাই রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০৩:২৩ | পড়া যাবে ২ মিনিটেচসিক মেয়রের সঙ্গে বিদায়ী থাই রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে থাইল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত পানপিমন সোয়ান্নাপনজেস চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল রবিবার সকালে নগর ভবনে মেয়রের সঙ্গে রাষ্ট্রদূতের এ সাক্ষাত্ হয়।
 
এ সময় সিটি মেয়র বিন্না ঘাসের প্রচার ও প্রসারের লক্ষ্যে চসিক গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা রাষ্ট্রদূতকে অবহিত করেন। মেয়র বলেন, এ বিন্না ঘাস রোপণ ও পরিচর্যার মাধ্যমে অতি অল্প খরচে পাহাড়ধস, ক্ষয় ও জলাবদ্ধতা রোধ করা যায়। এ বিষয়ে থাইল্যান্ডের রাজকন্যা এবং সাইপাতানা ফাউন্ডেশন এগিয়ে আসায় মেয়র থাইল্যান্ড সরকারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
 
আ জ ম নাছির উদ্দীন বলেন, অবিরাম বৃষ্টিপাতে চট্টগ্রামে পাহাড়ধস একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। নগরের পাহাড়গুলোতে বিন্না ঘাস রোপণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
 
মেয়র বিদায়ী রাষ্ট্রদূতের ঢাকায় কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ-থাই সম্পর্ক আরো বাড়বে বলে প্রত্যাশা করেন।
 
সাক্ষাতে বিদায়ী রাষ্ট্রদূত মেয়রের বিন্না ঘাসের উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর তিনি তাঁর বাড়ি এলাকায় এ ঘাস রোপণ করবেন বলে মেয়রকে জানান।
 
এর আগে থাইল্যান্ড রাষ্ট্রদূত নগরের টাইগারপাসের বিন্না ঘাস প্রদর্শনী কেন্দ্র ও ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন।

মন্তব্যসাতদিনের সেরা