kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

লোকধাঁধা

৩১ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলোকধাঁধা

এক কুড়ি বারো ভাই, এক সাথে রয়,

সকল ভাইয়ের সবাই একই নাম কয়।

 

একটুখানি পুকুরে,

জল টলমল করে।

এমন কোনো মানুষ নাই,

নেমে মাছ ধরে।

 

এক হাত গাছটা,

ফল ধরে পাঁচটা।

 

কাটলে বেড়ে যাবে,

সবার শেষে জল পাবে।

 

চলতে চলতে থেমে যায়,

না কাটলে তার চলা দায়।

কেটে দিলে আবার চলে

বল তো জিনিসটাকে কী বলে।

 

জোরে যদি মারো তাকে

প্রচণ্ড শব্দে কাঁদবে।

থামাতে চাইলে,

হাত দিয়ে ধরবে।

 

উটের মতো বুক টান,

কোন জিনিসের চার কান।

 

এক গাছে এক বুড়ি

চোখ তার বারো কুড়ি

মন্তব্য