kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

নিজে বানাই

কোট পরা বাদুড় মশাই

১৭ মার্চ, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকোট পরা

বাদুড় মশাই

যা যা লাগবে

 

১. রং করার তুলি।

২. রঙিন কাগজ।

৩. পোস্টার রং

৪. কালো সাইন পেন

 

বাদুড়ের কথা শুনলে কার ছবি মাথায় আসে? নিশ্চয়ই ব্যাটম্যান! কেমন হবে যদি সেই ব্যাটম্যানকে তুমি নিজেই বানিয়ে ফেলতে পারো! চলো তাহলে, বানানো যাক একটা কেতাদুরস্ত ব্যাটম্যান। কোট পরা বাদুড় বানানোর মূল উপাদান হলো টিস্যু রোল। খুঁজলে এটা তুমি বাড়িতে পাবেই।

 

 

১. প্রথমে টিস্যু রোলটির ওপরের অংশ দুই পাশ থেকে ভাঁজ করো। এমনভাবে ভাঁজ করতে হবে, যেন একটি ভাঁজের ওপর আরেকটি ভাঁজের অংশ পড়ে এবং দুই পাশে দুটি চোখা অংশ বের হয়। ওই দুই চোখা অংশই হবে বাদুড়ের দুটি খাড়া কান।

২. এবার পুরো রোলটিতে তোমার পছন্দের রং বসাও তুলি দিয়ে। ব্যাটম্যান বানাতে গেলে কালো রং করাই ভালো। তবে অন্য রকম বানাতে হলুদ রংও বসাতে পারো। জলরং ব্যবহার না করাই ভালো। একটু ঘষা লাগলেই এ রং উঠে যায়। তাই ব্যবহার করো পোস্টার রং।

৩. বাদুড়ের চোখ ও মুখ বানাতে কালো সাইন পেন ব্যবহার করো।

৪. বাদুড়ের পাখা বানাতে এবার রঙিন কাগজটি ঢেউয়ের মতো ভাঁজ করে নাও। পাখাটি চোখ ও মুখের মাঝ বরাবর আঠা দিয়ে লাগিয়ে দাও। দুই পাশে হালকা কেটে মাঝ বরাবর ঢুকিয়েও দিতে পারো। খেয়াল রাখবে, পাখার দুই পাশের দৈর্ঘ্য যেন সমান হয়।

ব্যস, হয়ে গেল ব্যাটম্যান! এবার চাইলে বাদুড় মশাইয়ের গায়ে এঁকে দিতে পারো ব্যাটম্যানের লোগোটাও।

নূসরাত জাহান নিশা

 

মন্তব্য