kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

প্রিয় পসেইডন

শাহীন রেজা

১ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিছু চোখ সরে গেছে দূরে

ধূসর সীমার পারে লুকিয়ে দু’ঠোঁট

চুপিচুপি যাই যাই; বলছে বিদায়

কিছু নদী জল ছেড়ে উঠে গেছে আলোর ভিটায়

কিছু পাখি মেঘের আঁচল চিরে

একটানা শোকের সানাই

কিছু চোখ কিছু পাখি কিছু নদী

কিছু কিছু চুম্বনের অজানা ধ্রুপদ

ভালোবেসে কাহ্নপার বুক থেকে নেমে গেছে ক্ষয়

শুধু এক জলবনে

ডাহুকীর ছায়াঘুম; চুপচাপ প্রিয় পসেইডন।

বিজ্ঞাপন