মঈদুল হাসান
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শুরু থেকে ১০ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন পর্যন্ত ইতিহাসের মানচিত্র শব্দের তুলিতে অঙ্কন করেছেন মঈদুল হাসান তাঁর ‘মূলধারা ’৭১’ বইয়ে। নাতিদীর্ঘ ভূমিকার সঙ্গে ২২টি অধ্যায়ে বিভক্ত বইটির শিরোনামে মাসের নাম উল্লেখপূর্বক রয়েছে প্রসঙ্গকাল; শেষে স্থান পেয়েছে প্রাসঙ্গিক পরিশিষ্ট ও নির্ণায়ক নির্ঘণ্ট। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রামাণিক দলিলের ভিত্তিতে মঈদুল হাসান তাঁর ‘মূলধারা ’৭১’ রচনা করেন; যেখানে মুক্তিযুদ্ধের প্রায়োগিক পটভূমি, ২৫শে মার্চ কালরাতে বঙ্গবন্ধুর গ্রেপ্তারের পর তাজউদ্দীন আহমদের বিচক্ষণতা, দক্ষ নেতৃত্ব; বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তৎকালীন বৈশ্বিক রাজনীতির গতিপথ, ভারত-রাশিয়ার অকুণ্ঠ সমর্থন; অন্যদিকে চীন-যুক্তরাষ্ট্র জোটের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতার নেপথ্যের কারণ বিশদ ব্যাখ্যা করা হয়েছে; যা বাংলাদেশের অন্য অনেক লেখকের লেখায় অনুপস্থিত। মুক্তিযুদ্ধের সঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্তির কারণেই বাস্তব তথ্যনির্ভর এমন লেখা সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন