kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

শব্দকথা

বিশ্বজিৎ ঘোষ

২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাথে/সঙ্গে

শব্দদ্বয় সমার্থক। মৌখিক ভাষায় সঙ্গে অর্থে সাধারণত সাথে শব্দটি ব্যবহৃত হয়। সাথে শব্দের ব্যবহার এত ব্যাপক যে শব্দটি লেখার ভাষায়ও চলে এসেছে। কিন্তু লেখার ভাষায় সাথে শব্দের পরিবর্তে সঙ্গে শব্দ ব্যবহার করাই বিধেয়।

বিজ্ঞাপন

রবীন্দ্রনাথ লিখেছেন, সাথে কবিতার ভাষা, মুখের ভাষায় বা লিখিত গদ্যে তা প্রয়োগ করা ঠিক নয়। গদ্য ভাষায় সাথে শব্দের পরিবর্তে সঙ্গে লিখতে হবে।