kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

মধ্যরাত

রওশন আরা মুক্তা

২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদ্বিধাদ্বন্দ্ব-সঙ্গম শেষে নগ্ন আমাদের দুটি পায়ের মধ্যে

একটি তৃতীয় পা আবিষ্কার করি,

পা-টি বইয়ের দোকানে যায়

রিকশায় বসে সিগারেট খায়;

কুমিল্লা-রংপুর হয়ে আসাম যায়

ত্রিপুরা যায়।

 

আমরা আমাদের নিজস্ব দুটি পায়ে

পরস্পর হাত বোলাই, ঘুম পাড়াই,

আমাদের মধ্যকার তৃতীয় পা-টি

যাবতীয় আসক্তি-উত্তর হয়ে অন্ধকারে হাসে।

বিজ্ঞাপন