kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

ত্রিভুজ প্রেমের নান্দনিক আখ্যান

আসমা জাহান খুশি, এলএলএম, ঢাকা বিশ্ববিদ্যালয়

২৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেত্রিভুজ প্রেমের নান্দনিক আখ্যান

১৬০০ বছর আগে সেন্তসেনিয়া নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা গ্রিসের নির্জন বনে বাস করত কাঠুরে নিকোলাস ও তার কন্যা অ্যালেক্স। অলৌকিক জুতার জের ধরে খুন হয় নিকোলাস। দিশাহারা অ্যালেক্স পালিয়ে যায় গ্রাম ছেড়ে। পথিমধ্যে সাক্ষাৎ ঘটে লিওর সঙ্গে। লিও অ্যালেক্সকে নিয়ে আশ্রয় নেয় রোমে। রোমে তখন মিরিউলাস বংশের শাসন চলছে। প্রিন্স ইথানের অনুগ্রহে অ্যালেক্স আর লিওর আশ্রয় মেলে প্রিন্সের বাগানবাড়িতেই। ধীরে ধীরে প্রিন্স ইথান অ্যালেক্সের প্রেমে পড়ে যায়। ত্রিভুজ প্রেমের এই আখ্যান পাঠককে দেয় অম্ল-মধুর স্বাদ। হঠাৎ রোমান সাম্রাজ্যে যুদ্ধের দামামা বেজে ওঠে। শুরু হয় ছেলে প্রিন্স আর সম্রাট হেব্রামের দ্বন্দ্ব, সিংহাসন নিয়ে ষড়যন্ত্র আর সিনেটরদের ক্ষমতার লড়াই। প্রধান তিন চরিত্র ছাড়াও ইথানের বন্ধু প্যারিস, সম্রাট হেব্রাম, পণ্ডিত থ্যালামাস, গুপ্তচর থাইলাস কাহিনিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। জিমি তানহাবের ‘এ মিস্ট্রি অব ফোর্থ সেঞ্চুরি’ উপন্যাসটিতে প্রাচীন গ্রিসের নাগরিকদের জীবনব্যবস্থা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, ধর্মবিশ্বাস, রণকৌশল বিশদভাবে ফুটে উঠেছে, যা পাঠকের জানার জগেক ঋদ্ধ করে।