kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

বিষাদ শহরে

নওশাদ জামিল

৩১ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুব কাছাকাছি একই শহরে থাকি

বন্ধু, তোমার দেখা নেই কেন বলো

ভুলে যেতে যেতে অন্তরে ওঠে ঝড়

মেঘ এসে বলে বিজলি কি চমকালো?

 

দেখা নেই, কথা নেই—সারা দিন একা

আমরা দুজন থাকি আমাদের মতো

ভুলে যেতে যেতে বেঁকে গেছে দুটি পথ

পথিক জানে কি পথের সমূহ ক্ষত?

 

খুব কাছাকাছি বিষাদ শহরে থাকি

বন্ধু, তোমার কি কিছু বলার বাকি?

মন্তব্য