kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

নিঃসঙ্গ নদীছায়া

শিহাব শাহরিয়ার

৩১ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅর্ধ-মৃত পিঁপড়ার মতো শুয়ে থেকে

রাস্তার তে-মাথায় দেখি নিঃসঙ্গ এক নদীছায়াকে

 

এই নদীছায়া কাকের সাথে মিলেছিল মধ্যরাতের মল্লযুদ্ধে

অথচ এই যুদ্ধ হওয়ার কথা ছিল—আমার নাসিকার

সাথে তোমার স্তনের অগ্রভাগের; এরপর মৌসুমের

পরিবর্তনকে মনে হলো কিশোরীর দুঃসময়; ঋতুস্রাব

ঋতুস্রাব শেষে কিশোরী-নারীরা ওড়না উড়িয়ে দেয় যেন

নক্ষত্রের দিকে। জয় হোক বালিহাঁসের কারণ তাদের

ঠোঁটে ঠোঁটে ভারী হয়েছিল নদী-স্রোত। অথচ কিনারের

ঘাসগুলো শুধুই সন্ধ্যার নিঃসঙ্গ ডানা। মেঘের মুখে বরফ

এঁকে দিয়ে চলো আমরা হুগলির ঝুলন্ত সেতু হয়ে যাই...

 

আমি কী পারব লেবানিজ নারীদের শরীরের সিঁড়ি ভাঙতে?

মন্তব্য