kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

উইমেনস প্রাইজের দীর্ঘ তালিকা

২৩ মার্চ, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেউইমেনস প্রাইজের দীর্ঘ তালিকা

মিনা কান্ডাসামি

যুক্তরাজ্যের উইমেনস প্রাইজের জন্য মনোনীত বইয়ের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে সম্প্রতি। ফিকশনের ওপর দেওয়া মর্যাদাপূর্ণ এ পুরস্কার এর আগে বেইলিস উইমেনস প্রাইজ এবং তারও আগে অরেঞ্জ প্রাইজ নামে পরিচিত ছিল। বিচারকরা প্রাথমিকভাবে ২০০ বইয়ের মধ্য থেকে ৩০ হাজার পাউন্ড অর্থমূল্যের এ পুরস্কারের জন্য ১৬টি বইয়ের দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন। তালিকার বইগুলো হচ্ছে—নিকোলা বার্কারের “হ‘অ্যা’পি”, এলিফ বাটুম্যানের ‘দ্য ইডিয়ট’, জোয়ানা ক্যাননের ‘থ্রি থিংস অ্যাবাউট এলসি’, শারমেইন ক্রেইগের ‘মিস বার্মা’, জেনিফার এগানের ‘ম্যানহাটান বিচ’, ইমোজেন হারমেস গওয়ারের ‘দ্য মারমেইড অ্যান্ড মিসেস হ্যানকক’, জেসি গ্রিনগ্রাসের ‘সাইট’, গেইল হানিম্যানের ‘এলিনর এলিফ্যান্ট ইজ কমপ্লিটলি ফাইন’, মিনা কান্ডাসামির ‘হোয়েন আই হিট ইউ : অর, অ্যা পোট্রেইট অব দ্য রাইটার অ্যাজ অ্যা ইয়াং ওয়াইফ’, ফিওনা মোজলের ‘এলমেট’, অরুন্ধতী রায়ের ‘দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস’, সারাহ স্মিটের ‘সি হোয়াট আই হ্যাভ ডান’, র‌্যাচেল সাইফার্টের ‘অ্যা বয় ইন উইন্টার’, কামিলা শামসির ‘হোম ফায়ার’, কিট ডি ওয়ালের ‘দ্য ট্রিক টু টাইম’ এবং জেসমিন ওয়ার্ডের ‘সিং, আনবেরিড, সিং’। আগামী ৬ জুন চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

রিয়াজ মিলটন

মন্তব্য