kalerkantho

রবিবার । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩১  মে ২০২০। ৭ শাওয়াল ১৪৪১

আরো যেসব নাম এসেছে

১৪ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো যেসব নাম এসেছে

‘সিকান্দার বক্স’ সিরিজে মোশাররফ করিম ও শখ

এই ১০ জন ছাড়া আরো ৫০ অভিনয়শিল্পী ও নির্মাতার কাছে জানতে চাওয়া হয়েছিল, ঈদে তাঁরা পুরনো কোন নাটক দেখতে চান? তাঁরা বলেছেন আরো বেশ কিছু নাটকের নাম

খণ্ডনাটক

বিকেলবেলার পাখি, তারপর পারুলের দিন, গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, পারলে না রুমকি, শুধু তোমার জন্য, আমি তুমি সে, একদিন হঠাত্, সিরিয়াস একটা কথা আছে, প্রত্যাবর্তন, চড়ুইভাতি, পাপ-পুণ্য, একটি গোল্ডফিশের মৃত্যু, এখানে আতর পাওয়া যায়, যে জীবন ফড়িংয়ের, বড় ছেলে, গোল্ডেন এ প্লাস, ওয়েটিং রুম, মন ফড়িংয়ের গল্প, ভালোবাসার ফানুস, স্পার্টাকাস ৭১, একটা ফোন করা যাবে প্লিজ, অল টাইম দৌড়ের ওপর, আমাদের গল্প অচেনা মেঘের সন্ধানে, জ্যোত্স্না নদী ও রহিমার কিছু দৃশ্যকল্প, আয়শা, চতুষ্কোণ, ভালোবাসি তাই ভালোবেসে যাই, অরুপার জন্য, কখন থামবে কোলাহল, আমারও একটা প্রেমকাহিনী আছে, হঠাত্ দেখা, বাবার জুতা, শাড়ি, কেমন আছো রুপাদি, তালপাতার পাখা, অপেক্ষা, মধুরেণ সমাপয়েত্, হ্যালো বাংলাদেশ, হাউসওয়াইফ, স্বর্ণমায়া, ২২ এপ্রিল, যাদুর বাতি, রাতারগুল, দ্বন্দ্ব্ব সমাস, মায়াবতী, অনুগমন, নয়নতারা, কথা হবে তো, ফুল ফোটানোর খেলা, অবক্ষয়, দ্য প্রেস, দাস কেবিন, চতুর্থ মাত্রা, মেট্রোপলিটন প্রেম, বিনোদিনী কিংবা কবি, ঘুমঘর, পাঙ্খা, অক্ষয় কোম্পানির জুতো, সাউন্ড অব সাইলেন্স, ফেরার পথ নেই থাকে না কোনোকালে, সহোদরা, পাড়ি।

সিরিয়াল

কোথাও কেউ নেই, এইসব দিনরাত্রি, আজ রবিবার, ৬৯, ৪২০, অয়োময়, সিকান্দার বক্স, বাপ বেটা ও আরমান ভাই সিরিজ।

 

দুটি নাটক পেয়েছে সর্বোচ্চ ভোট

বিকল পাখির গান [১৯৯৮] অভিনয়ে জয়া আহসান, গাজী রাকায়েত। রচনা ও পরিচালনা নুরুল আলম আতিক।

[ভোট দিয়েছেন জয়া আহসান, মাসুদ হাসান উজ্জ্বল, কৌশিকশংকর দাশ ও আফজাল হোসেন মুন্না]

নীলপরী নীলাঞ্জনা [২০১৩] অভিনয়ে তাহসান, মম, প্রসূন আজাদ। পরিচালনা শিহাব শাহীন।

[ভোট দিয়েছেন চয়নিকা চৌধুরী, শবনম ফারিয়া ও শিহাব শাহীন]

মন্তব্য