kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

শুভ জন্মদিন

‘মায়ের দুধ না খেয়েই বেড়ে উঠেছি’

জন্মকথা

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘মায়ের দুধ না খেয়েই বেড়ে উঠেছি’

মাহফুজ আহমেদ অভিনেতা

২৩ অক্টোবর ১৯৬৮-তে আমার জন্ম। আমি যখন জন্মেছি তখন মা খুব কষ্টে ছিলেন। স্বাভাবিকের চেয়ে বেশি খারাপ অবস্থায় ছিলেন বলেই শুনেছি। মা এতটাই অসুস্থ ছিলেন যে মায়ের দুধ না খেয়েই বড় হয়েছি আমি। এটা আমার মায়ের সারা জীবনের আক্ষেপ। আমি বড় হয়েছি নানির কাছে। আমার জন্ম হয়েছিল প্রত্যন্ত গ্রামে। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার জগতপুর গ্রাম, অজপাড়াগাঁ বলতে যা বোঝায়। আজ থেকে ৫০ বছর আগে সেখানকার অবস্থা কতটা খারাপ ছিল, বুঝবেন যে কেউই। সেখানে কারেন্ট তো কল্পনার বাইরের ব্যাপার, কুপিবাতিও ছিল না। আমরা পাঁচ ভাই, দুই বোন। ভাইদের মধ্যে আমি তৃতীয়, ভাই-বোন মিলিয়ে চতুর্থ। আমার জন্মের সময় বাবা ছিলেন নেভিতে। আমরা যখন এতগুলো ভাই-বোন হলাম, বাবা ভাবলেন, উনি যদি বাইরে বাইরে থাকেন তাহলে ছেলে-মেয়েদের পড়াশোনা হবে না। উনি গ্রামে চলে এলেন। এসে স্কুল প্রতিষ্ঠা করেন। সেই স্কুলে প্রথমে সহকারী প্রধান শিক্ষক, পরে প্রধান শিক্ষক হন। আমরা সব ভাই-বোন বাবার ছাত্র। ওই স্কুলেই আমাদের প্রথম শিক্ষা। তারপর হয়তো কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ মেডিক্যালে পড়েছি। আমার সবচেয়ে বড় ভাই হাইকমিশনে আছেন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এক ভাই চিকিৎসক, আরেক ভাই ব্যবসা করেন।

অভিনেতা হওয়ার পরই আমার জন্মদিন পালন করা শুরু হয়েছে। আমি যেখানে জন্মেছি, সেখানে জন্মদিন নিয়ে কারো কোনো মাথাব্যথা হয়েছে বলে কখনো দেখিনি।

অনুলিখন : ইসমাত মুমু

মন্তব্য