kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

নতুন অ্যালবাম

২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন অ্যালবাম

মাসুদা আনাম কল্পনার নজরুলসংগীত একাদশ খণ্ড ‘এসো চিরজনমের সাথী’। গান রয়েছে ১০টি। শিরোনাম ‘তোমারেই আমি চাহিয়াছি প্রিয়’, ‘নদীর স্রোতে মালার কুসুম’, ‘বনের তাপস কুমারী আমি গো’, ‘নূপুর মধুর রুনুঝুনু বলে’, ‘গুণ্ঠন খোলো পারুল মঞ্জরি’, ‘এসো চিরজনমের সাথী’, ‘প্রাণের ঠাকুর লীলা করে’, ‘কুল রাখো না রাখো’, ‘বিদায়বেলা করুণ সুরে’ ও ‘কালো জল ঢালিতে সই’। সংগীতায়োজনে সন্দীপন গঙ্গোপাধ্যায়। প্রকাশ করেছেন অরুনরঞ্জনী।

মন্তব্য