kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

আমার প্রিয় ছবি

জনপ্রিয় নায়ক ওমর সানীর প্রিয় ও স্মরণীয় ফটোগ্রাফ নিয়ে ফটো ফিচার। তাঁর অ্যালবাম থেকে ছবিগুলো তুলেছেন মোহাম্মদ আসাদ

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেছবির কথা

১. মৌসুমীর সঙ্গে তোলা ছবিটি সানীর সবচেয়ে প্রিয়।

২. ১৯৯৭ সালের কোনো এক অনুষ্ঠানে রাজনীতিবিদ আবদুল হামিদের সঙ্গে। বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে তখন তাঁর ভালো খাতির ছিল।

৩. ১৯৯৫ সালের ২ আগস্ট সবাইকে জানিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। মা ও পরিবারের অন্যদের সঙ্গে হোটেল শেরাটনে।

৪. বাসায় কাজী ডেকে এনে মৌসুমীর সঙ্গে বিয়ে দেন সানীর মা, আনুষ্ঠানিক ঘোষণারও প্রায় দেড় বছর আগে।

৫. নিজেদের প্রযোজনায় প্রথম ছবি ‘গরীবের রানী’র দৃশ্য।

৬. মুম্বাইয়ের মিঠুন চক্রবর্তী তাঁর আইডল। ১৯৮৭ সালে মিঠুনের হেয়ারস্টাইলে সানী।

৭. পুত্র ফারদিন ও স্ত্রীর সঙ্গে।

৮. ব্লু ক্রস কনডেন্সড মিল্কের বিজ্ঞাপনের চুক্তিপত্রে সই করছেন। ছবিটা তাঁর প্রিয়, কারণ প্রথমবারের মতো বাংলাদেশের কোনো তারকা মডেলিং বাবদ পাঁচ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিল।

৯. প্রথম ছবি ‘চাঁদের আলো’র সেটে নায়িকা মুক্তি ও নৃত্য পরিচালক আজিজ রেজার সঙ্গে।

১০. রিয়াজ ও তাঁর মেয়ে আমেরার ছবিটি তুলেছেন সানী। এটি নিজের তোলা সবচেয়ে প্রিয় ছবি।

মন্তব্য