kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

নতুন অ্যালবাম

১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন অ্যালবাম

অজয় মিত্রর সংগীতায়োজনে মিক্সড অ্যালবাম ‘কনক প্রভা’। গান রয়েছে ছয়টি। কণ্ঠ দিয়েছেন অনুরুদ্ধ সেনগুপ্ত, ছন্দা চক্রবর্তী, অজয় মিত্র, বর্ণালী সরকার, পাঞ্চালী ভট্টাচার্য ও গুলজার হোসেন। অজয় মিত্র জানান, এই অ্যালবামের বেশির ভাগ গান নজরুলের গান হিসেবে খ্যাতি পেয়েছিল। পরে গবেষণায় দেখা যায়, অন্য গীতিকার-সুরকাররা এর সঙ্গে যুক্ত ছিলেন। গানগুলো হলো ‘ভালবাসা মোরে ভিখারি করেছে’, ‘তুমি চিরদিন যদি নাহি রবে’, ‘আধরাতে যদি ঘুম ভেঙে যায়’, ‘দুটি পাখি দুটি তীরে’, ‘আমার এ ভালবাসা’ এবং ‘মোর আধেক জীবন গেল’। প্রকাশ করেছে সাইলেন্ট সাউন্ড প্রডাকশন।

মন্তব্য