kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

এ সপ্তাহের ছবি

২৪ মার্চ, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএ সপ্তাহের ছবি

রকি হ্যান্ডসাম

 

আট বছরের নাওমিকে অপহরণ করে এক মাদক ব্যবসায়ী। কিন্তু তখনো সে বুঝতে পারেনি কি ভুল সে করেছে। নাওমিকে মুক্ত করতে নরক পর্যন্ত যেতে রাজি কবীর।

২০১০ সালে মুক্তি পাওয়া কোরিয়ান ছবি ‘দ্য ম্যান ফ্রম নোহোয়্যার’ অবলম্বনে তৈরি ছবিটি। পরিচালনা করেছেন নিশিকান্ত কামাত। অ্যাকশন ঘরনার এই ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম, শ্রুতি হাসান প্রমুখ।

 

 

মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং ২

নিজেদের বিয়ের অনেক বছর হয়ে গেল। তুগলা আর ইয়ানের মেয়েই তো এখন হাই স্কুল শেষ করে কলেজে যাবে। মেয়ের পেছনে সময় দিতে গিয়ে নিজের দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হয়। এসবের মধ্যেই তাঁদের আয়োজন করতে হবে এক বিয়ের অনুষ্ঠানের। ২০০২ সালে বের হওয়া ‘মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং’-এর সিক্যুয়াল এটি। কার্ক জোনস পরিচালিত এই রোমান্টিক কমেডি ছবিতে অভিনয় করেছেন নিয়া ভারডালোস, জন করবেট প্রমুখ। 

মন্তব্য