kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

মানিকগঞ্জ থেকে সরবরাহ বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি   

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুই দফা দীর্ঘ বন্যা আর অতিবৃষ্টিতে এবার মানিকগঞ্জে সবজি উৎপাদনে বড় ধাক্কা লেগেছে। সময়মতো চাষ করতে না পারায় ফলনও পিছিয়ে গেছে নির্দিষ্ট সময়ের এক থেকে দেড় মাস। ফলে ঢাকাসহ সারা দেশে মানিকগঞ্জ থেকে সবজির সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো এক মাস সময় লাগবে বলে জানান কৃষকরা।

মানিকগঞ্জে প্রায় সব ধরনের সবজি উৎপাদিত হয়। এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, ঢেঁড়স, বেগুন, মুলা, গাজর, করলা, শসা, লাউ, মিষ্টিকুমড়া, চালকুমড়া, ঝিঙ্গা, শ্রীচন্দন উল্লেখযোগ্য। এ ছাড়া লালশাক, মুলাশাক, লাউশাক, পুঁইশাখ বিপুল পরিমাণে উৎপাদন হয়ে থাকে।

কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বর্ষার পরপরই মাঠ থেকে পানি নেমে গেলে তাঁরা সবজির চাষ শুরু করেন। স্বাভাবিক বর্ষা হলে ভাদ্র মাসের শেষে থেকে চাষ শুরু করতে পারলে আশ্বিনের শেষে এসে মাঠ থেকে সবজি তুলতে পারে। কার্তিক মাসের মাঝামাঝি এসে পুরোপুরি উৎপাদন শুরু হয়। কিন্তু এবার দুই দফা এবং দীর্ঘস্থায়ী বন্যা হওয়ায় অধিকাংশ জমি থেকে সময়মতো পানি নামেনি। এর মধ্যে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিও হয়েছে বেশি।

মন্তব্য