kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

বন্যায় শেষ সাত কোটি টাকার সবজি

নওগাঁ প্রতিনিধি   

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনওগাঁ জেলায় বন্যায় সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় দাম কিছুটা ঊর্ধ্বমুখী। জেলার ১১টি উপজেলার মধ্যে নওগাঁ সদর, মান্দা, বদলগাছী, মহাদেবপুর ও পত্নীতলা উপজেলাগুলোয় সাধারণত সবজি চাষ হয়ে থাকে। তবে এবারে পর পর চারবার বন্যার কারণে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ২৭১ হেক্টর জমির সবজি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষক বারবার সবজি চাষের জন্য চারা রোপণ করলেও হঠাৎ হঠাৎ বন্যায় তা বিফলে চলে যায়। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নেওয়া তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত সবজির মধ্যে ছিল শিম, বেগুন, পটোল, করলা, মুলা ও বিভিন্ন ধরনের শাক। ক্ষতিগ্রস্ত সবজির আর্থিক মূল্য সাত কোটি ৫৬ লাখ টাকা।

নওগাঁ পাইকারি ও খুচরা বাজারগুলোয় ঘুরে দেখা গেছে, পটোল প্রতি কেজি পাইকারি ৬৬ টাকা, আলু ৪২, ঝিঙা পাইকারি ৪০ টাকা, শসা ৩০, বেগুন ৫০, কপি ছোট আকারের প্রতিটি ২০, কাঁচা মরিচ ১২০, মুলা পাইকারি ৫০, করলা ৭০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। জানা যায়, এখনো নিয়মিত সবজির পাইকারি ব্যবসায়ীরা নওগাঁ থেকে ট্রাক বোঝাই করে ঢাকায় নিয়ে যাচ্ছেন। তবে তা আগের তুলনায় অনেক কম।

মন্তব্য