kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

ফেসবুক থেকে পাওয়া

এক বিষয় নিয়েই তিন বছর

২৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএক বিষয় নিয়েই তিন বছর

এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করতে পারিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, প্রাণিবিদ্যা বিভাগে। প্রথম বছর ভালোই কেটেছে। কিন্তু ওই যে সংসারের টানাপড়েন পিছু ছাড়েনি, তাই বাধ্য হয়েই চাকরি নিতে হলো। চাকরিতে সময় দিতে গিয়ে রসায়নে ফেল করি। দ্বিতীয় বছরে অবশ্য সেটা পুষিয়ে নিয়েছিলাম। কিন্তু তৃতীয় বর্ষে কাঁটা হয়ে আসে মানব শরীরবিদ্যা বিষয়টি। একদিকে অসচ্ছলতার কারণে চাকরি করে সংসারে টাকা দিতে হয়, অন্যদিকে এ রকম খটমট বিষয়। এই এক বিষয়েই তিনবার পরীক্ষা দিতে হয়েছে। প্রথমবার পরীক্ষার আগে আমার ভাইয়ের বিদেশ যাওয়ার সময় ছিল। তার সঙ্গে দিন-রাত দৌড়াদৌড়ি করতে হয়েছে। এমনও হয়েছে যে রোজার দিনে রাতে ডিউটি করে সকালে ভাইয়ের সঙ্গে গেছি। আসতে আসতে সন্ধ্যা, আবার রাতে অফিস, এমন করে পড়াশোনা কিছুই হয়নি। ফলে সব বিষয়ে পাস করলেও শরীরবিদ্যায় ফেল। ভেবেছিলাম সমস্যা নেই, রসায়নের মতো চতুর্থ বর্ষে এসে পাস করে ফেলব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। পরীক্ষার হলে এক বন্ধুর সঙ্গে বাজে ব্যবহার করলাম। হল থেকে বের করে দিল আমাকে। তাই দ্বিতীয়বারেও ফেল। ফাইনাল ইয়ারে ফার্স্ট ক্লাস থাকলেও নেই এই শরীরবিদ্যার জন্য। ব্যাচমেটদের সবাই মাস্টার্স শেষ করেছে অনেক আগে। আমি পড়েছিলাম এই বিষয় নিয়ে। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় পাস করেছি। কিন্তু এর আগে শরীরবিদ্যা যে ক্ষতি করে গেছে, তার ফল বয়ে বেড়াচ্ছি এখনো।

রাকিবুল ইসলাম

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।

মন্তব্য