kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

ভুল সবই ভুল

পিঁপড়া খুব পরিশ্রমী

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

২৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিঁপড়া খুব পরিশ্রমী

রূপকথায় শুনে থাকবেন পিঁপড়ারা নিয়মানুবর্তী, পরিশ্রমী আর সামাজিক। চলচ্চিত্রে দেখে থাকবেন পিঁপড়ারা নেতাকে মেনে চলে, দশে মিলে করে কাজ, পরস্পরকে সহায়তা করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ডেবরাহ গর্ডন বোস্টন রিভিউতে পরামর্শ দিয়েছেন পিঁপড়া নিয়ে নতুন করে ভাবতে। আরিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও ২৫০টি পিঁপড়ার ওপর নজর রেখেছিলেন তিন দিন ধরে। তাঁরাও বলেছেন, কিছু পিঁপড়া কিন্তু সারা দিনে একটু নড়েও না। আর কিছু পিঁপড়া শুধু শুধু ঘোরাঘুরি করে। ডেবরাহ কিন্তু উপসংহারে পৌঁছে গিয়ে বলেছেন, একটি পিঁপড়া কলোনির ২৫ শতাংশ পিঁপড়া কোনো কাজ করে না। ৭২ শতাংশ হালকা-পাতলা কাজ করে। একটি কলোনির শুধু ৩ শতাংশ পিঁপড়া কখনো বিরতি নেয় না। ওই ৩ শতাংশ কাজ ছাড়া থাকতেই পারে না।

মন্তব্য