kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

ফেসবুক থেকে পাওয়া

গিটার জাদুকরের জন্য ভালোবাসা

১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটুং টাং বাজিয়ে শুরু। এরপর নামকরা গিটারিস্ট। মাঝখানে অনেকটা সময় কেটেছে অধ্যবসায় দিয়ে। লাখোকোটি মানুষের মন জয় করেছ তুমি। তবে তার পেছনে ছিল কঠোর সাধনা, লক্ষ্যে নিবিড় মনোযোগ। খুব অল্প বয়সেই চলে গেলে। কাঁদিয়ে গিয়েছ কোটি মানুষকে। ভালোবাসে এ জাতি তোমায়। চলে গেছ অল্প দিনে, শিখিয়ে গিয়েছ আমাদের—কঠোর মনোযোগ ও সাধনায় জয় সম্ভব সব কিছুই, সঙ্গে পাওয়া যায় হাজারো মানুষের ভালোবাসা। আইয়ুব বাচ্চু—ওপারে ভালো থেকো।

—তানভীর আহাম্মেদ

মন্তব্য