kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

ফেসবুক থেকে পাওয়া

সেই দুটি চোখ

৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২১ নভেম্বর ২০১৭। এমবিএ ভর্তির কাজে মদনমোহন কলেজে গিয়েছিলাম। কলেজের বাসে চড়েই ফিরছিলাম। আমরা কয়েকজন ছাড়া সবাই অনার্সপড়ুয়া। ছোটদের বসতে দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ বাসের বাঁ পাশের একবারে পেছনে জানালার পাশে বসা এক জোড়া চোখ দেখে মুগ্ধ হলাম। কিছুক্ষণ অপলক তাকিয়ে ছিলাম। ধ্যান ভঙ্গ হলো বাসের ঝাঁকুনিতে। ক্ষণিক পর আবার দেখা পাই ওই দুটি আঁখির। রিকাবিবাজার পয়েন্টে বাস থামতেই সেই মায়াবী চোখের অধিকারী মানুষটি নেমে পড়ল।

জীবনে অনেক চোখ দেখেছি; কিন্তু এভাবে নাড়া দেয়নি আমায়। আজও প্রতি রাতে যখন সব ভুলে ঘুমাতে যাই, সেই দুটি চোখ ভেসে উঠে। আমাকে ঘুমুতে দেয় না। কখনোই ভুলতে পারব না সেই দুটি চোখ।

নাম প্রকাশে অনিচ্ছুক

সিলেট

মন্তব্য