kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

মায়ের জন্য সেরা

১৩ মে, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০১৫ সালে ১৭৯টি দেশের মধ্যে মায়েদের অবস্থা নিয়ে জরিপ চালিয়েছিল সেভ দ্য চিলড্রেন। তাতে স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির নানান সূচকে উঠে এসেছে মা-বান্ধব দেশের তালিকা।

তালিকার প্রথম ১০টি দেশ হলো—

 

১. নরওয়ে

২. ফিনল্যান্ড

৩. আইসল্যান্ড

৪. ডেনমার্ক

৫. সুইডেন

৬. নেদারল্যান্ডস

৭. স্পেন

৮. জার্মানি

৯. অস্ট্রেলিয়া

১০. বেলজিয়াম

 

এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩০, ভারত ১৪০ ও পাকিস্তান আছে ১৪৯ নম্বরে। যুক্তরাষ্ট্রের অবস্থান ৩৩ ও যুক্তরাজ্য আছে ২৫ নম্বরে।

মন্তব্য