kalerkantho

বৃহস্পতিবার । ১৮ জুলাই ২০১৯। ৩ শ্রাবণ ১৪২৬। ১৪ জিলকদ ১৪৪০

মায়ের ত্যাগ

১৩ মে, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমায়ের ত্যাগ

ভারতের আলাদা আলাদা রাজ্যের ছবি। রাজ্য আলাদা হলেও সব মা-ই আদতে এক। ছবিতে স্পষ্ট, সন্তানের একটুখানি ভালোর জন্য মায়ের টেনশন কতটা। 

 

ছেলের বয়স যতই হোক, মায়ের কাছে সব সময়ই ছোট্ট খোকা। আর তাই ৬০ বছরের অসুস্থ সন্তানকে মুখে তুলে খাইয়ে দিতে একটুও আপত্তি নেই ভিয়েতনামের ৯৭ বছর বয়সী এ মায়ের।

 

অনলাইনে একসময় ভাইরাল হওয়া ছবিটি ইসরায়েলের ওফাকিম শহরে তোলা। শত্রুদের ছোড়া মিসাইলের সাইরেন বেজে ওঠে হঠাৎ। আশপাশে নেই আশ্রয় নেওয়ার মতো কোনো ভবন। সন্তানের নিরাপত্তায় তাই দ্রুত মানবঢাল হয়ে যান এ মা।

মন্তব্য