kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

বিচিত্রা

সবচেয়ে উঁচু বিড়াল

২৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসবচেয়ে উঁচু বিড়াল

আর্কতুরুস আল্ডেবারান পাওয়ারস থাকে মার্কিন মুলুকের মিশিগান অঙ্গরাজ্যে। বিশ্বের সবচেয়ে উঁচু বিড়ালের খেতাব তার দখলে। দাঁড়ানো অবস্থায় বিড়ালটির উচ্চতা ৪৮.৪ সেন্টিমিটার। অস্বাভাবিক লম্বা পায়ের কারণেই এমনটা সম্ভব হয়েছে।

উইল ও লরেন পাওয়ারস দম্পতির সংসারে সাভানা প্রজাতির এই বিড়াল আসে দুই বছর আগে। প্রায় ৩০ পাউন্ড ওজনের এই বিড়াল দৈনিক কেজিখানেক খাবার সাবাড় করে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু গৃহপালিত বিড়ালের স্বীকৃতি দিয়েছে। বাড়তি উচ্চতার কারণে সে দুই পায়ে ভর দিয়ে খাবারের টেবিল থেকে অনায়াসে খাবার খেয়ে নিতে পারে। এদিকে আর্কতুরুসের ভাই সাইপ্রাসও কম যায় না। গিনেস বুকের হিসাবে সে পৃথিবীর সবচেয়ে লম্বা লেজের বিড়াল।

আর্কতুরুস আর তার ভাইকে দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা। বিড়ালগুলোর সঙ্গে সেলফি তোলার জন্য গাঁটের পয়সা খরচ করতে হয় তাদের। এই টাকা চলে যায় ‘ফান্ডেল ক্যাট শেল্টার’-এ। এটি দুস্থ বিড়ালদের আশ্রয়স্থল।

অমর্ত্য গালিব চৌধুরী

মন্তব্য