kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

আমাদের ছোট গলি

ব্রত রায়

৯ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমাদের

ছোট গলি

আমাদের ছোট গলি চলে আঁঁকে বাঁকে

বৃষ্টির দিনে তার হাঁটুজল থাকে।

কোনোমতে পার হয়ে যায় নর-নারী

কপাল খারাপ হলে ফেঁসে যায় গাড়ি!

 

সুয়্যারেজ থেকে আসা দ্রব্যাদি ভাসে

মেরামতি শুরু হয় বর্ষার মাসে।

মেরামত হয়ে গেছে। এইবার গুরু

ফের নয়া উদ্যমে খোঁড়াখুঁড়ি শুরু!

 

এই বসে পানি, এই সুয়্যারেজ পাইপ

তিন মাসে শেষ হয় রাস্তার লাইফ!

আমাদের ছোট গলি বড় বড় ঘর

আমাদের পেরেশানি সারা বত্সর!

 

(রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোটো নদী অবলম্বনে)

মন্তব্য