বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি
নটায় অফিস পৌঁছাতে তার বাজল সাড়ে বারো
বড়সাবের মুখে তখন মেঘ জমেছে গাঢ়!
জানতে চেয়ে দেরির কারণ আবুল মিয়ার প্রতি
বলেন তিনি, আবুল তোমার কী করেছি ক্ষতি?
অফিস এটা আসা-যাওয়ার আছে নিয়মনীতি
আবুল ভাবে আজকে বোধ হয় হবে জবের ইতি!
বলল আবুল, কালকে রাতে ঘুম আসেনি চোখে
তাকিয়ে ছিলাম ছাদের দিকে তাই তো অপলকে
হঠাত্ কখন চোখ লেগেছে পাইনি সেটা টেরই
আজ সকালে সেই কারণেই উঠতে হলো দেরি
আবুল মিয়ার চোখের দিকে তাকিয়ে সোজাসুজি
সাহেব বলেন, আবুল তুমি ঘরেও ঘুমাও বুঝি?
মন্তব্য