kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

সংলাপের যত লাভ

সংলাপ এখন দেশের সবচেয়ে আলোচিত বিষয়। সংলাপের কিছু লাভের দিক দেখাচ্ছেন রফিকুল ইসলাম কামাল

১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১. চিঠি আদান-প্রদান এখন প্রায় বিলুপ্ত। এই ঐতিহ্য ফিরিয়ে আনছে সংলাপ।

২. সংলাপ উপলক্ষে মুখরোচক ও পুষ্টিকর খাবারের আয়োজন থাকে। এটা অংশগ্রহণকারীদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো।

৩. অনেক দিন ধরে যাদের মধ্যে সরাসরি দেখা-সাক্ষাৎ হয় না, সংলাপ তাদের একসঙ্গে করে দেয়।

৪. সংলাপ পলিটিক্যাল রিপোর্টারদের জন্য নতুন নতুন সংবাদ লেখার পথ খুলে দেয়। এতে অফিসে তাদের পারফরম্যান্স ভালো হয়। 

৫. রুদ্ধশ্বাস অপেক্ষা বিষয়টা অনেকেই ঠিক বুঝতে পারেন না। সংলাপ এই সুযোগ করে দেয়। কেননা, সংলাপ নিয়ে সবাই আসলে কী হয় কী হয় এ অপেক্ষায় আছেন।

৬. কিছু ফেসবুকার দিনে ডজনখানেক স্ট্যাটাস প্রদান করেন। ইস্যু না থাকলে তাঁরা বিপাকে পড়ে যান যে কী নিয়ে পোস্ট দেবেন। সংলাপ তাঁদের স্ট্যাটাস প্রদানে সহায়।

৭. সংলাপ হওয়া মানে বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন যোগ হওয়া। এই প্রশ্ন হতে পারে এ রকম, ‘দেশে সর্বশেষ সংলাপ কখন, কোথায় হয়েছিল?’

 

মন্তব্য