পাশের বাড়িতে চুনকাম হচ্ছে। তাসের গলিতে নীরবতা
জমছে। গলির মোড়ে দাঁড়িয়ে আছে যুবক
পরবর্তী শতাব্দীর;
এইখানে একটা চিত্রকল্প ভাসছে—ময়ূর অথবা ময়ূরীর
গলির ভিতরে যুবতীরা তখন ক্ষীর!
রাষ্ট্রের ভিতরে বয়ে যাচ্ছে হাওয়া না চিপস।
মহারাষ্ট্রের ভিতরে তোমাদের যত আসা-যাওয়া
এবং খামে ভরা টিপস;
সমস্ত টিপসের সঙ্গে জড়িত জবাকুসুমের পাপড়ি,
একটা হলুদ ঘাসের খাম
না-নোয়ানো মাথার গল্প তোমার কাছে রাখিয়া গেলাম।
বিজ্ঞাপন