kalerkantho

শনিবার । ২ জুলাই ২০২২ । ১৮ আষাঢ় ১৪২৯ । ২ জিলহজ ১৪৪৩

পাখির ডানায় বাতাসের নেশা

শাহেদ কায়েস

২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাখির ডানায় বাতাসের নেশা

যৌথ মিলনের ভঙ্গি, আমরা হেঁটে যাই, ভেসে যাই

 

সংকুচিত দৃষ্টিসীমা নিয়ে কতদূর আর যাওয়া যায়!

একদিন ঠিক বেরিয়ে পড়ব নতুন পৃথিবীর খোঁজে

 

হারানো সকালগুলো কুড়িয়ে নেব নুড়ি পাথরের

মতো—তুলে নেব পাখির ডানায় বাতাসের নেশা

 

সীমাহীন স্বপ্ন আর কল্পনায় মানুষ কী বাঁচে বেশি!

মুছে গেলে বাস্তব সত্তা—খুলে যায় অনন্তের পথ...

বিজ্ঞাপন