kalerkantho

শনিবার । ২ জুলাই ২০২২ । ১৮ আষাঢ় ১৪২৯ । ২ জিলহজ ১৪৪৩

অর্ধসত্য শুনতে শুনতে সত্তর বসন্ত

শিহাব সরকার

২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅর্ধসত্য শুনতে শুনতে সত্তর বসন্ত

জন্মান্ধের জীবন কেটে যায় রৌদ্রে-ছায়ায়

গুহাপথ ছেড়ে এসে দেশান্তরির মিছিলে নামি,

একাত্তরেও গাড়ির পাদানিতে আছি বেশ

ছুটছে মেইল, এভাবেই ছোটার কথা।

 

নামতে নেই মাঝপথে, ঘরবাড়ি মাঠ বনানী

ছুটছে পেছনে, চকিত-চেনামুখ কুঁড়ের জানালায়,

এইসব মুখ প্রকৃত মুখ নয়

এরা আমার গত জন্মে আঁকা পোর্ট্রেট থেকে।

 

একাত্তরে আর কী কী থাকে মানুষের

এসবই তো—আর কিছু? মরীচিকা আলেয়া,

অর্ধসত্য শুনে শুনে সত্তর বসন্ত কেটে গেল

বুকভাঙা শব্দে প্রতিশ্রুতিরা ধূলিতে গুঁড়ো হয়।

 

সব শেষে কানে বাজুক লালনের ক্রন্দন,

জন্মবধিরের কাছে বাউল-বিটোফেন সবই ও...ম্

 

ওই ধ্বনিলহরি শুনি জন্মান্তরের নদীতীরে।

বিজ্ঞাপন