kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

গল্প

কামাল মাহমুদ

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঘাসে ঘাসে বাতাসের হাসি, গল্প ফুটেছে কাশফুলে

সাত শ রঙের ভেলা ভাসছিল প্রেমে জরো জরো উন্মন মেঘদলে

অল্প অল্প সকাল হাঁটছে লাল মোরামের পথে

লুকনো স্বপ্নের ভারে রোগা বুক দুরুদুরু দ্বন্দ্বের দ্বৈরথে।

 

মোলায়েম শব্দের গীততরঙ্গ শেষ শরতের প্রান্তরে—

প্রকৃতির পোশাকে মেকি মুক্তোরা ঝলমল করে

উষ্ণীষে ঝুটো হিরে

চাঁদবদনী মেয়ে এ সময় প্রাতর্ভ্রমণে সূর্যপূজার ছলে

যাকে খোঁজে, সেও চোরা চোখে প্রেম পাঠ করে কিশোরীর খোলা চুলে।

 

শিশির জমেছে ঘাসে, শিউলিরা ঝরে আছে, পাতায় পাতায় কবিতা—

লতার কলম লেখে লাল পাতা নীল পাতা প্রণয়ের কথকতা

রমণী খাতার শাদা পৃষ্ঠারা ভরে ওঠে পুরুষ রেখায়

বিজনে সৃজনে কত ‘জল পড়ে পাতা নড়ে’ গল্প এগিয়ে যায়

 

গল্পের উদ্যানে শত ফুল ফোটে ভুল ফোটে মোহন মায়ায়।

মন্তব্য