শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১
শুরু করেছিলাম একদা, তারপর থেমেছি কিয়ৎকাল, আবার...
হিমালয় থেকে উড়ে উড়ে এসে বসেছি এই সমভূমিতে
বুঝেছি দিনের রাত আর রাতের দিন,
পেরিয়ে গেলাম সব বিদ্যমানতা, সব পূর্বরোধ,
শরতের পর হেমন্ত এসে উপহার দিল প্রবহমান নৈঃশব্দ্য আর
স্থির কুয়াশার কাঁথা।
পাহাড়ে ছিলাম একা, শুনতাম বাতাসের ফিসফিসানি,
চৈতালি বাঁশের অস্পষ্ট আর বৃক্ষের অদ্ভুত কান্নার শব্দ,
মনে হতো, তা আমার আত্মার ওপাশ-ওপাশকে করছে বিদ্ধ।
ভীত আমি ছাড়লাম পাহাড়, এলাম সরল মনস্তত্ত্বের সমভূমিতে,
এখানে এসেই টের পেলাম
আমি যে না-মানুষ
রয়েছি তাসারু সময়ের অবাস্তবে
অন্ধ জগতে একা!
মন্তব্য