শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১
ফিরেও তাকাবি না আমার দিকে।
যদি আর কেউ তার দিকে রাখে চোখ
তাতে নেই কোনো অপরাধ
সব অপরাধ আমার একার।
তিনি নিয়মিত সাইকেল চালিয়ে ফেরেন
এপাড়া সেপাড়া
সেটি দেখলেও দোষ
যদি আর কেউ দেখে
তাতে নাকি সুখ নেই তার।
মাঝে মাঝে
তিনি তাঁর বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে
কথা বলেন পাশের
বাড়ির ছাদের সাথে।
যদি কখনো আমি ফেরাই চোখ
তাঁর টাল খাওয়া ঘুড়ির দিকে
সেখানেও শুনি
পুরাতন কথা সব অপরাধ আমার একার।
ঘুড়ি একদিন কেঁদে এসে পড়েছিল
আমার বাড়ির ছাদে
বলেছিল দরজার কাছে
সে নাকি আসতে চায় ঘরের ভেতর।
যদি এসে বলে চলো যাই উড়ে
আমি বসে থাকি আশায় আশায়।
মন্তব্য