kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

কারে কয় রূপবতী, কাহারে সুন্দর

দুখু বাঙাল

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভিখেরি হতে লজ্জা নেই—হাতপাতা ভিক্ষায় শরম।

 

দিতে যদি চাও কিছু রৌদ্রের বাসন ভরে দিয়ো

ভিক্ষুক হলেও সে অন্ন লয় সোনার থালায়

আমি তো একজীবন ভিখেরি ছিলাম—কুসুমভিক্ষুক

অথচ এই পৃথিবীতে আজ বড় ফুলের আকাল

বৃষ্টির সরলতায় ডানে-বাঁয়ে যেদিকে তাকাই

বুঝে ওঠা ভার—কারে কয় রূপবতী, কাহারে সুন্দর।

 

ভিখেরি হতে লজ্জা নেই—হাতপাতা ভিক্ষায় শরম।

মন্তব্য