kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

বেশি ঘুমাবার উদ্দেশ্য

জাহিদ হায়দার

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপৃথিবীতে একটু বেশি ঘুমিয়ে নিচ্ছি

কে জানে মৃত্যুর পর যদি

সারাক্ষণ জেগে থাকতে হয়।

 

এই ঘুম আলস্য-যাপন নয়

তোমার সেবাতে আমি উত্তম শ্রমিক।

 

শুনেছি আকাশ-আড়ালে আছে

উদ্যান, দ্রাক্ষা,

উদ্ভিন্নযৌবনা সুন্দরী,

পূর্ণ পানপাত্র,

ইচ্ছে করলেই পাপড়ি দেখার

আনন্দ পাওয়া যায়।

প্রেমিকের জাগরণ ভালোবাসে নারী।

 

মোবাইল রেখেছি সাইলেন্ট মোডে।

খাবার সময় হলেও ডাকবে না।

কেউ আসলে বলবে : ‘ও স্বপ্ন দেখছে।’

 

পৃথিবীতে আপাতত চলছে যুদ্ধবিরতি

লালবাগের কেল্লার ছায়ায় ঘুমাচ্ছি।

মন্তব্য