kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

মাছে-ভাতে বাঙালি

কামাল চৌধুরী

৫ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাছে-ভাতে বাঙালি

কেন বলে বলতো?

ইতিহাসে নানা কথা

মাটি খুঁড়ি চলতো।

 

মাটি খুঁড়ে জল ওঠে

মাতা ডাকি নদীকে

মাছ ধরি ভাত খাই

এই আমি নিজেকে

 

উঁচু নিচু ভাগ করি

নানা জাতি তত্ত্বে

সত্যটা ঢাকা পড়ে

চোয়ালের গর্তে।

 

সত্যটা আমরাই

আমরা এ মাটিতে

জন্মেছি কাঁদাজলে

ডাঙ্গা ও ভাটিতে

 

বন্যা ও জোয়ারের

জলে ভেসে এসেছি

পলিমাটি গায়ে মেখে

দেশ ভাল বেসেছি

 

এ আমার পরিচয়

বাঙালির সন্তান

মাছে-ভাতে বেঁচে থাকি

নির্ভয়ে ধরি গান।

মন্তব্য