kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

মুখোশের ভাষা আমি পড়তে পারব কবে

সরকার মাসুদ

১১ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবসে আছি একটা ভাঙাচোরা নৌকার কাছে

এটা আর কখনো পানিতে যাবে না।

এই নৌকাটা আর কোনো দিনই ঢেউখয়েরি  মাথায় উড়তে চাইবে না ফ্লাইং ফিশের মতো...

 

বাতাস আর ঢেউয়ের উসকানি

আমাকে পাগল করে দিচ্ছে।

বসে আছি অবসরপ্রাপ্ত নৌকার কাছে

তার বিপন্নতার কথা বুঝতে চাইছি

আমি তার জলভ্রমণের স্মৃতির ভেতর খুঁজে পেয়েছি

মায়াবী শিকল আর এক পাটি জীর্ণ স্যান্ডেল...

 

বসে থাকব না। আমি আর কতক্ষণ বসে থাকব

এই খোলা আকাশের ছাদের নিচে

আর কতটা সময় নিঃসঙ্গতা হজম করব আমি

এই নৈঃশব্দ্যের গুনগুন

বলো দিনান্তের পাখি, বিচ্ছেদের অন্ত্যমিল

মুখোশের ভাষা আমি পড়তে পারব কবে?

মন্তব্য