মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি
সমস্যা রয়ে গেল অক্ষিগোলকে
পরিচিত মুখগুলো
আছেন দাঁড়িয়ে
কাঁদছে আঁধার,
অচেনা, অজানা মুখগুলো খুব স্বচ্ছ, মনে হচ্ছে,
মাঝখানে কাচের দেয়াল।
সমস্যা অক্ষিগোলকে বেঁধেছে বাসা,
পরিচিত বাড়ি, চেনাজানা পথ,
সবাই চেয়ে থাকে, আড়ালে আড়ালে
কি, যে বলে পথ জানে।
তখুনি, পরিচিত বাড়ি তাকায় ফিরে
আমার দিকে, একাকী।
করুণার চোখে।
সমস্যা পালিয়েছে, অক্ষিগোলক থেকে,
গোলকে পেয়েছে ঠাঁই
কালকেউটের মেয়ে
ভয় হয়, সারা দিন ভয় হয় কখন কামড়ে দেবে
যেমন দিয়েছে শুশু—পাতাঝরা দিনে,
আমার বসন্ত বাগানে।
মন্তব্য