kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

নেক্রোপলিস

মাসুদুজ্জামান

১১ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরৌদ্র তার অতিজীবিত জিভ দিয়ে

টেনে নিচ্ছে উড়ন্ত নৌকো

দেয়ালের ফ্যাকাশে গান শুনতে শুনতে

মানুষের খুব ঘুম পায়। রক্তস্রোতে ভাসে।

ক্ষিতি ও গ্রন্থিগহনতা। ভীমপলশ্রী

শাদা শাদা হাড়ের জৈবদহন।

মর্গের মৌনতা। ধুলো ও পাখি।

ছাইরঙ তাঁবুর ভেতরে দীর্ঘশ্বাস

কররেখা জুড়ে মিহি সুর রেশমি কুসুম 

নীল অর্কেস্ট্রা থেকে বিষাদ ঝরে পড়ে

কুসুমিত চোখে। তৃণ ও তিমির।       

কশাইখানার ভেতর থেকে দৌঁড়ে আসা

ধাড়ি ইঁদুরের পিঠে অজস্র মৃত পিঁপড়ে

ক্যামেরার লেন্সে কুয়াশা ও শব

 

পৃথিবীতে অনেক রাত হলো—

 

একটার পর একটা সিমেট্রি পেরিয়ে

গহন বনের দিকে হেঁটে যাচ্ছেন র্যাঁবো। 

মন্তব্য