মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি
মেঘের আগে বৃষ্টিজন্ম
বৃক্ষের আগে ফল
এবং পুণ্যের আগে পাপজন্ম
জগতে মাতা অনির্দিষ্ট—অনিবার্য পিতা
খরাক্লিষ্ট দানববর্ষে—সব কিছু ভাঙা—
টুকরো টুকরো মনোভূমি
আইলগ্রস্ত জমিন
জলাভূমি মরুকীর্ণ
বৃহন্নলাগণ-শিখণ্ডীর বোন
অনির্ধারিত সব কিছু
প্রবেশ ও প্রস্থান
মেরির আগেই জন্মেছিল যিশু
যিশুর পূর্বে বাইবেল
রামের জন্মের আগে লেখা রামায়ণ
এবং রামের মৃত্যুর পর জন্মেছে রাবণ
সব শস্যক্ষেত্র ভরে আছে ঘাসে
লাঙলের ফলা থেকে লক্ষ লক্ষ
সীতা উঠে আসে
মন্তব্য