মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি
আবলুশ অন্ধকারে
একজন অলীক মানুষ
নীরক্ত পৃথিবীর বিপ্রতীপে
অন্তরমহলে তার
নিরালা খোশবাসপুর।
কত রানীঘাটের
বৃত্তান্তে ভরা
এই ভুবনের হাট!
মুশায়রার সমুদ্র থেকে
তুলে রাখি তার
মায়ার মৃদঙ্গ যত।
জীবনের আলকাপ-কার,
মৃত্যুও তবে
তোমার এক
থার্ড থিয়েটার...
মন্তব্য