শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
আমি কোন ঘোরে ঘুরছি এখনো
মোহমায়া তোর গহন ছায়ায়
দিনরাত আজও একাকার কেন
কে আমাকে আলো-আঁধার দেখায়!
তুই যদি নদী আমি তার বালু
নিরবধি তোর শুধু দূরে যাওয়া
আমার পাঁজরে অতৃপ্তি তাই
এখনো ছড়ায় চৈত্রের হাওয়া।
আমি লিখি তোর প্রশস্তি শুধু
এ যেন আমার অমোঘ নিয়তি
পূর্ণতা তোর পড়বে না চোখে
অপূর্ণ আমি—এই তোর রীতি!
মন্তব্য