kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

বিশ্বসাহিত্য

গ্রিফিন প্রাইজ পেলেন অ্যালিস অসওয়াল্ড

১৪ জুলাই, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগ্রিফিন প্রাইজ পেলেন অ্যালিস অসওয়াল্ড

বিশ্বে কবিতার অন্যতম দামি পুরস্কার ইন্টারন্যাশনাল গ্রিফিন পোয়েট্রি প্রাইজ পেয়েছেন ব্রিটেনের অ্যালিস অসওয়াল্ড। তাঁর সর্বশেষ কাব্যগ্রন্থ ‘ফলিং অ্যাওয়েক’-এর জন্য তিনি ৬৫ হাজার ডলার অর্থমূল্যের এ পুরস্কার পান। প্রতিবছর কানাডার এ পুরস্কার দেওয়া হয় দুইজন কবিকে। একজনকে মনোনীত করা হয় কানাডা থেকে। অন্যজনকে কানাডার বাইরের দেশ থেকে। এ বছর কানাডা থেকে এ পুরস্কার পেয়েছেন ভ্যানকুভারভিত্তিক কবি জর্ডান আবেল। সাংস্কৃতিক আগ্রাসন ও বর্ণবাদ নিয়ে লেখা ‘ইনজান’ শিরোনামের দীর্ঘ কবিতার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল প্রাইজের জন্য অ্যালিসকে প্রতিযোগিতা করতে হয়েছে জেন মিডের ‘ওয়ার্ল্ড অব মেইড অ্যান্ড আনমেইড’, ডোনাল্ড নিকলসন-স্মিথের অনুবাদে আবদেল লতিফ লাবির ‘ইন প্রেইজ অব ডিফিট’ ও ডেনিস রিলের ‘সে সামথিং ব্যাক’ বইয়ের সঙ্গে। অন্যদিকে জর্ডান আবেলকে লড়তে হয়েছে হোয়া এনগুয়েনের ‘ভায়োলেট এনার্জি ইনগটস’ ও সান্ড্রা রিডলির ‘সিলভিজা’ কাব্যগ্রন্থের সঙ্গে।  অ্যালিসের প্রথম কাব্যগ্রন্থ ‘দ্য থিং ইন দ্য গ্যাপ-স্টোন স্টাইল’ ফরওয়ার্ড পুরস্কার পায়। দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ডার্ট’ ২০০২ সালে টি এস এলিয়ট পুরস্কার জয় করে। তাঁর অন্যান্য বইয়ের মধ্যে ‘উডস এটসেটরা’, ‘অ্যা স্পিওয়াক অন দ্য সেভার্ন’, ‘উইডস অ্যান্ড ওয়াইল্ডফ্লাওয়ারস’, ‘মেমোরিয়াল’ ইত্যাদি উল্লেখযোগ্য।

 

রিয়াজ মিলটন

মন্তব্য