kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

টেক টাশকি

২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে♦    এখন তোমরা যেটাকে পারসোনাল কম্পিউটার তথা পিসি নামে ডাকো, ১৯৫০ সালে সেটাকে বলা হলো ইলেকট্রনিক ব্রেন—মানে বৈদ্যুতিক মগজ।

♦    এইচপি, গুগল, মাইক্রোসফট ও অ্যাপল—প্রযুক্তির এই চার মহারথীর মধ্যে একটা মিল আছে। চারটি প্রতিষ্ঠানের শুরুটা হয়েছিল গ্যারেজ থেকে।

♦    আইটি সেক্টরে চাকরি করে এমন ২৮ শতাংশ মানুষ তাদের পেশার কথা গোপন রাখে। যাতে বন্ধু ও আত্মীয়দের বিনা মূল্যে টেক সেবা দিতে না হয়!

♦    ৩০ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় কম্পিউটার নিরাপত্তা দিবস।

♦    প্রযুক্তির ভয়কে বলা হয় টেকনোফোবিয়া। মোবাইল ফোন ছাড়া থাকতে হবে এমন ভয় নমোফোবিয়া। কম্পিউটারকে ভয় পাওয়ার নাম সাইবারফোবিয়া।

♦    জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজের আদি নাম ছিল ইন্টারফেস ম্যানেজার।

♦   কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকলে আমরা মিনিটে সাতবার চোখের পলক ফেলি। সাধারণত যা ২০ বার ফেলার নিয়ম।

 

মন্তব্য