kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

শুরুতে হাসো

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশুরুতে হাসো

ছেলে : জেলেরা কিভাবে জাল বোনে, বাবা?

বাবা : জানিস না? ওরা অনেকগুলো ফুটো নিয়ে নেয় আগে। তারপর সেই ফুটোগুলোকে পাশাপাশি রেখে সেলাই করে জোড়া দেয়। ব্যস, জাল তৈরি সারা।

লেখক : বছরখানেক ধরে লেখাকেই পেশা হিসেবে নিয়েছি। শুধু বই লিখছি।

বন্ধু : তা বেচাবিক্রি কেমন?

লেখক : মন্দ নয়। এর মধ্যেই টিভি, ফ্রিজ আর ল্যাপটপটা বেচে দিতে হয়েছে।

চোর গাছে উঠল। এমন সময় মালিক গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ গাছের ওপর শব্দ শুনতে পেলেন।

মালিক : কে রে গাছের ওপর?

চোর : ইয়ে...আমি বাদুড়।

মালিক (মনে মনে) : ‘যাক, বাঁচলাম। ভেবেছিলাম চোর?’

ছেলে : বাবা, মনে আছে! তোমাকে যে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই ঘটনা আমাকে একবার বলেছিলে।

বাবা : হ্যাঁ, কেন?

ছেলে : না, ভাবছি ইতিহাস কিভাবে ঘুরে ঘুরে আসে।

প্রথম বন্ধু : বল তো ভালুকের গায়ের লোম এত লম্বা কেন?

দ্বিতীয় বন্ধু : বনে-জঙ্গলে নাপিত পাবে কোথায়।

শিক্ষক : ১ আর ১ যোগ করলে ২ হয়। ২ আর ২ যোগ করলে ৪ হয়। এবার বল তো পাপ্পু ৪ আর ৪ যোগ করলে কত হয়।

পাপ্পু : এটা তো মোটেই ভালো কথা নয়, স্যার।

শিক্ষক : কেন?

পাপ্পু : আপনি নিজে সোজা প্রশ্নের উত্তর দিলেন আর যেটা কঠিন, সেটা আমাকে জিজ্ঞেস করছেন!

সংগ্রহ : রনী মাহমুদ

 

মন্তব্য